উপকরণ: আতপ চালের গুঁড়া ৩
কাপ, মিহি করে বাটা নারকেল আধা কাপ, ময়দা ১ টেবিল-চামচ, বেকিং পাউডার আধা
চা-চামচ, খেজুরের গুঁড় মিষ্টি অনুযায়ী, পানি পরিমাণমতো, ডিম ২টি, এক চিমটি
লবণ।
প্রণালি: তেল ছাড়া
সবকিছু মিশিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিতে হবে। এবার তেল গরম হলে গোল চামচে
গোলা নিয়ে একটা একটা করে ভেজে তুলতে হবে। এই পিঠা গুড়ের বদলে চিনি দিয়েও
করা যায়। চিনি দিয়ে পিঠা বানালে পিঠা দেখতে সাদা হবে।
No comments:
Post a Comment